রাজধানীর কুড়িল-বাড্ডা এলাকা র্যাব-১-এর সাথে ‘বন্দুকযুদ্ধে’ জহিরুল ইসলাম বিজয় (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। র্যাবের বরাত দিয়ে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) রুফত হাসান জানান, ‘রাত ৩টা-সোয়া ৩টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পাই। র্যাবের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে, নিহত ব্যক্তি সন্ত্রাসী দলের সদস্য। তিনশ ফুট এলাকায় সন্ত্রাসীরা জমায়েত হয়েছে- এ খবর পেয়ে র্যাব অভিযান চালায়। এসময় তারা র্যাবকে লক্ষ্য করে গুলি করে। পরে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এ সময় তার সহযোগীরা পালিয়ে গেলেও ওই ব্যক্তি র্যাবের গুলিতে নিহত হন।’ এসআই জানান, নিহত ব্যক্তির প্যান্টের পকেটে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। সেখান থেকে জানা যায়, তার নাম জহিরুল ইসলাম বিজয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।