কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলবেন নারাইন-মালিকরা

0

Soaib Malikবাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের জন্য চার বিদেশি খেলোয়াড়ের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে নতুন ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই চার ক্রিকেটারের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের রয়েছে দু’জন করে ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারাইন ও মারলন স্যামুয়েলসকে দলে ভিড়িয়েছেন তারা। এছাড়া রয়েছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক ও আহমেদ শেহজাদ। এই চার ক্রিকেটারের অর্ন্তভূ্ক্তির কাগজ-পত্র ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পাঠানো হয়েছে বলে জানান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামাল।
এ তথ্য জানিয়ে তিনি বলেন, ‘বিদেশি চারজন ক্রিকেটার আমরা কনফার্ম করেছি। কনফারমেশনের কাগজপত্র আমরা বিসিবিতে পাঠিয়ে দিয়েছি। আমাদের দলে সুনিল নারাইন, মারলন স্যামুয়েলস, শোয়েব মালিক ও আহমেদ শেহজাদ রয়েছেন। আশা করছি দলটা ব্যালান্সড হবে।’
দলটির কোচের দায়িত্বে থাকবেন অভিজ্ঞ মোহাম্মদ সালাউদ্দিন। সহকারী কোচ ও ম্যানেজার হিসেবে থাকবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। পরামর্শদাতা হিসেবে দলটির সঙ্গে থাকবেন ‘সু্ইং অব সুলতান’ খ্যাত সাবেক পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরাম। তবে ব্যস্ততার কারণে প্রথম থেকেই দলটির সঙ্গে থাকতে পারবেন না আকরাম। এ প্রসঙ্গে নাফিসা কামাল বলেন, ‘পরামর্শদাতা হিসেবে আমাদের সঙ্গে থাকবেন ওয়াসিম আকরাম। তার সঙ্গে কথা হয়েছে আমার। আমেরিকায় একটা লিগ চলছে এখন। এ মুহুর্তে খুব ব্যস্ত সময় পার করছেন তিনি। ওনার ব্যস্ততার মাঝে যতুটুকু সময় পাবেন আমাদের দলকে দেবেন। নিয়মিত যোগাযোগ হচ্ছে আকরামের সঙ্গে।’
কুমিল্লার চার বিদেশি ক্রিকেটার নির্ধারণ হলেও পুরো দল গড়তে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে তাদের। বৃহস্পতিবার ‘প্লেয়ার বাই চয়েজে’র মাধ্যমে ক্রিকেটারদের দলে ভেড়াবেন বিপিএল থ্রিতে অংশ নিতে যাওয়া ৬টি ফ্র্যাঞ্চাইজি। লটারির মাধ্যমে আইকন ছাড়াও চারটি গ্রেডের ক্রিকেটারদের দলে নিতে পারবে দলগুলো।
এ প্রসঙ্গে নাফিসা কামাল বলেন, ‘আগামীকাল আমাদের জন্য একটা বড় দিন। লটারির মাধ্যমে খেলোয়াড় নিতে হবে। আমাদের চোখ থাকবে মাশরাফি ও সাকিবের দিকে। ক্যাটাগরির ক্রিকেটারদের মধ্যে মুস্তাফিজ, সাব্বিরদের দিকেও চোখ রাখবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।’
বিপিএলের প্রথম দুটি আসরে সিলেট রয়্যালসের চেয়ারম্যান ছিলেন নাফিসা কামাল। দ্বিতীয় আসরে সেমিফাইনাল খেলেছিল তার দল। দ্বিতীয় আসরে সেমিফাইনাল পর্যন্ত খেলেছিল তার দল। এবার নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়ে অংশ নিচ্ছেন তৃতীয় আসরে।
আগামী ২২ নভেম্বর শুরু হবে বিপিএলের তৃতীয় আসর। এর আগে ২০ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জমকালো উদ্বোধণী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে বিপিএল টি-টোয়েন্টি। এবারের আসরে অংশগ্রহণকারী দলগুলো হলো- কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা ডাইনামাইটস, বরিশাল বুলস, চট্টগ্রাম ভাইকিংস, সিলেট সুপার স্টার, রংপুর রাইডার্স।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More