জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বারের মত সমাবর্তন হতে যাচ্ছে ২০১৬ সালে। সমাবর্তনে অংশ নিতে সাবেক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রেজিস্ট্রেশনের শেষ সময় ৩০ নভেম্বর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম সমাবর্তনে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা ৩০ নভেম্বর, ২০১৫ পর্যন্ত রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুধু বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, যারা জাতীয় বিশ্ববিদ্যালয় বা এর অধিভুক্ত কলেজ/ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে ডিগ্রি পেয়েছেন তারাই রেজিস্ট্রেশন করতে পারবেন।
রেজিস্ট্রেশন করতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://www.nu.edu.bd) এর Service মেনুর Student Login এ ঢুকে Alumni Registration Form পূরণ করতে হবে।
একই সঙ্গে ২০১৬ সালের শেষ দিকে অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে যোগ দিতে ইচ্ছুক কিনা তা উক্ত ফরমে অবহিত করার জন্য অনুরোধ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।