অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, অর্থবছরের প্রথম তিন মাসে অতীতের যেকোনো সময়ের তুলনায় সবচেয়ে কম রাজস্ব আদায় হয়েছে। বিষয়টি খুবই উদ্বেগের। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অভ্যন্তরীণ বিরোধই এর জন্য দায়ী। এর ফলে রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়েছে।
তিনি বলেন, রাজস্ব আদায় বাড়াতে হলে এনবিআর’র অভ্যন্তরীণ বিরোধ কমাতে হবে এবং সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। বিরোধ কমাতে এরই মধ্যে এনবিআর চেয়ারম্যানকে তলব করে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।