নাটকীয় দরপতন ঘটায়, ধস ঠেকাতে প্রথমবারের মতো লেনদেন সময়সীমার মাঝপথেই পুঁজিবাজারের বন্ধ করে দিয়েছে চীন।
বিবিসি’র এক প্রতিবেদনে সোমবার বলা হয়, চীনের বেঞ্চমার্কে সাংহাই কম্পোজিট সূচকের পতন ঘটে ৬ দশমিক ৯০ শতাংশ। পাশাপাশি বৃহৎ কোম্পানিগুলোর শেয়ার সূচক বা ব্লু চিপস সূচক সিএসআই৩০০ হ্রাস পায় ৭ শতাংশ। আর সবচেয়ে বেশি ৮ শতাংশ কমেছে শেনজেন কম্পোজিট সূচক।
এদিকে দিনের লেনদেন পুরোপুরি বন্ধ ঘোষণায় আগেও ১৫ মিনিটের জন্য পুঁজিবাজার বন্ধ বা হল্টেড রেখেছিল কর্তৃপক্ষ। লেনদেন শুরু হওয়ার পর সূচকের ৫ শতাংশ দরপতন ঘটায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এতেও পতন অব্যাহত থাকায় সোমবারের মতো বাজার বন্ধ করতে বাধ্য হয় নিয়ন্ত্রক সংস্থা।
নতুন নিয়ম অনুসারে, সূচক আগের কার্যদিবসের তুলনায় ৭ শতাংশ কমলে কর্তৃপক্ষ লেনদেন বন্ধ করে দিতে পারবে।
এর আগে গত বছরের জুলাইতে বড় ধরনের ধসের মুখে পড়লে বাজারের পতন নিয়ন্ত্রণে নতুন নিয়মটি তৈরি করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন।
ওই সময় একদিনেই সাংহাই স্টক এক্সচেঞ্জ কম্পোজিট সূচকের পতন ঘটেছিল প্রায় ৬ শতাংশ। টানা ৩ সপ্তাহের পতনে সূচক কমেছিল প্রায় ৩০ শতাংশ।