অষ্টম জাতীয় বেতন কাঠামোতে অসঙ্গতি দূর করার দাবিতে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা লাগাতার কর্মবিরতি শুরু করেছেন।
বাংলাদেশ শিক্ষক সমিতির ফেডারেশনের ব্যানার এ কর্মসূচি পালন করছেন তারা। ফলে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষা ক্লাস অনুষ্ঠিত হয়নি। এ সময় শিক্ষার্থীরা শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
নতুন বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড বহাল ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গত আট মাস ধরে আন্দোলন করে আসছেন। সর্বশেষ গত ৭ জানুয়ারি সকাল ১১টা থেকে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন তারা।