১৯৭১ সাল বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ বছর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের স্বাধীন বাংলাদেশ। এ যুদ্ধে ৩০ লক্ষ তাজা প্রাণ এবং অসংখ্য মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভূমি।
সে সময়ে বাংলাদেশের পক্ষে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলো তৎকালীন ভারত সরকার। ১৯৭১ সালে বাংলাদেশের পক্ষে ভারতের অবদান সবসময় স্বীকার করে বাংলাদেশ।
ভারত সহ সারা বিশ্বের যারা সেসময়ে মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্নভাবে কাজ করেছেন তাদের সম্মান জানিয়েছে বর্তমান আওয়ামী লীগ সরকার।
কিন্তু বাংলাদেশের এ মহান মুক্তিযুদ্ধকে সব সময় বিতর্কিত করে আসছে ভারতীয় কিছু গণমাধ্যম। তারা সব সময় ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারত-পাকিস্তান যুদ্ধ বলে অভিহিত করে।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ করেছিলো বাংলাদেশের দামাল ছেলেরা। আর ভারত সেখানে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলো। এটা কখনো ভারত-পাকিস্তান যুদ্ধ হতে পারে না।
বুধবার সকালে মৃত্যুবরণ করেছেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতীয় লেফটেন্যান্ট জেনারেল জেএফআর জ্যাকব। একাত্তরে পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণে রাজি করিয়ে নিজে হাতে দলিলের খসড়া লিখেছিলেন তিনি।
আর এ বিষয় নিয়ে খবরে ১৯৭১ সালের যুদ্ধকে ভারত-পাকিস্তান যুদ্ধ বলে প্রকাশ করেছে বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম।
টাইমস অব ইন্ডিয়া তাদের খবরে লিখেছে, ”লেফটেন্যান্ট জেনারেল জ্যাকব, ইন্ডিয়া-পাকিস্তান যুদ্ধের নায়কের ইন্তেকাল”।
এনডিটিভি তাদের অনলাইন সংস্করণে লিখেছে, ”১৯৭১ ইন্ডিয়া-পাকিস্তান যুদ্ধের নায়ক লেফটেন্যান্ট জেনারেল জ্যাকবের মৃত্যু।”
বাংলা পত্রিকা এইসময় তাদের খবরে লিখেছে, ”শেষ নিশ্বাস ত্যাগ করলেন ৭১-এর ভারত-পাক যুদ্ধের নায়ক লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জেএফআর জেকব। ৭১-এ ঢাকায় ভারতীয় সেনাবাহিনীর কাছে পাকিস্তানি সেনার সমর্পণের বিষয়টি তিনিই চূড়ান্ত করেন। ”
হিন্দুস্তান টাইমস তাদের খবরের শিরোনামে লিখেছে, ”১৯৭১ ভারত-পাকিস্তান যুদ্ধের নায়ক লেফটেন্যান্ট জেনারেল জ্যাকব ৯২ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।”
এছাড়াও বেশ কয়েকটি ভারতীয় মিডিয়া ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারত-পাকিস্তান যুদ্ধ বলে প্রকাশ করেছে।
তবে সেদেশের কয়েকটি গণমাধ্যম তাদের খবরে ১৯৭১ সালের যুদ্ধকে বাংলাদেশের যুদ্ধ বলে প্রকাশ করেছে।
এর আগে বলিউডের রনবীর সিং অভিনীত সিনেমা গুন্ডেতে ১৯৭১ সালের যুদ্ধকে ভারত-পাকিস্তান যুদ্ধ বলে অভিহিত করা হয়।