‘মা হচ্ছেন সানি’ এমন খবরে কদিন আগেই হৈহৈ রব পড়ে গেল বিনোদন বিশ্বে। এমন খবরকে ‘ভুয়া’ বলে তখন বেশ নেতিবাচত প্রতিক্রিয়াও জানিয়েছেন এ প্রাক্তন পর্নস্টার। তির্যক কণ্ঠে সাফ জানিয়ে দিয়েছেন, আপাতত মা হওয়ার কোনও পরিকল্পনা নেই তার।
তবে সানির এমন মাতৃত্বের খবর ছাইচাপা পড়তে না পড়তে একই বিষয়ে নতুন খবর জানালেন স্বয়ং সানি লিওন। বললেন, ‘বাস্তবে না হলেও খুব শিগগিরই তিনি মায়ের চরিত্র নিয়ে পর্দায় হাজির হচ্ছেন।’ তবে ঠিক কোন ছবিতে তিনি এ রূপে আসছেন, সেটি না বলে রহস্যের পর্দা টেনে বললেন, ‘আমি কিন্তু বাচ্চা-কাচ্চা খুউব ভলোবাসি। তাই বলে এই মুহূর্তেই সন্তান নেওয়ার ইচ্ছে নেই। তবে বাচ্চার মায়ের চরিত্রে অভিনয় করতেও আপত্তি নেই।’