পুলিশের সেবামূলক অবস্থান থেকে বিচ্যুতি ঘটছে, যা সরকারকে বিব্রত করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টাপরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
সোমবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে সুরঞ্জিত এ মন্তব্য করেন।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বী ও সিটি করপোরেশন কর্মকর্তা বিকাশ চন্দ্র দাসের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে সরকার।
আওয়ামী লীগের প্রবীণ নেতা বলেন, ‘কিছু কিছু ঘটনায় পুলিশের সেবামূলক অবস্থান থেকে তার বিচ্যুতি হচ্ছে। এ জিনিসগুলো আমাদের বিব্রত করে। কারণ পুলিশের ওপর বিশ্বাস রেখেই তো আমরা রাতে ঘুমাই। পুলিশ, রক্ষকই যদি ভক্ষক হয়ে যায়, এগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক।’
সম্প্রতি পুলিশের বিতর্কিত ঘটনা টেনে আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, ‘মুক্তিযুদ্ধ থেকে পুলিশের জন্ম। এজন্য আমরা গর্ববোধ করি। কিন্তু সম্প্রতি পুলিশের কিছু কিছু ঘটনা অনেক পীড়া দেয়। সেবামূলক অবস্থান থেকে পুলিশের বিচ্যুতি হয়েছে, এটা আমাদের বিব্রত করে। রক্ষক যদি ভক্ষক হয়ে যায়, তবে এ ব্যাপারগুলো অত্যন্ত দুঃখজনক।’