জলাবদ্ধতা নিরসনের জন্য ঢাকা মহানগরের খালগুলোকে সিটি কর্পোরেশনের মেয়রের আন্ডারে দেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আনিসুল হক।
বুধবার রাজধানীর মোহাম্মদপুরের ৩/১৩ ইকবাল রোডের বাংলাদেশ ইউনিভার্সিটি আরবান ল্যাব মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
ঢাকা শহরের হারিয়ে যাওয়া খাল, সদ্য বাস ও ট্রাকস্ট্যান্ড উচ্ছেদসহ তিনটি গবেষণা ফলাফল উপস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি আরবান ল্যাব এ অনুষ্ঠান আয়োজন করে।
বাংলাদেশ ইউনিভার্সিটির আরবান ল্যাবের গবেষণা ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উত্তর সিটি মেয়র বলেন, ‘খালগুলো রাজউক এবং ওয়াসার আওতায় থাকায় ঢাকা মহানগরের জলাবদ্ধতা নিরসনের ক্ষমতা সিটি কর্পোরেশনের মেয়রের নেই। এসব খাল ওয়াসার কাছ থেকে সিটি কর্পোরেশনের আন্ডারে দিলে মহানগরের জলাবদ্ধতা নিরসন সম্ভব।’
তিনি বলেন, ‘আগামী এপ্রিল মাসের মধ্যে বসুন্ধরা রোড, মিরপুর রোড, ভিআইপি রোড, এয়ারপোর্ট রোডসহ ঢাকা মহানগরের প্রধান প্রধান সড়ক হকার মুক্ত বা সুবিন্যান্ত করা হবে। এপ্রিল মাসের পর থেকে মানুষ রাস্তায় স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারবে।’
তিনি বলেন, ‘যাত্রী চাউনী করা হবে। তবে সেখানে কোনো পোস্টার লাগাতে দেওয়া হবে না। বিলবোর্ডের জন্য সুবিন্যাস্ত ব্যবস্থা করা হবে। ঢাকা শহরে নতুন করে নামানো হচ্ছে ১০০০ শীতাতপ নিয়ন্ত্রিত বাসসহ ৩০০০ বাস।
তিনি আরও বলেন, ‘ঢাকা মহানগরকে বাসযোগ্য রাখার জন্য পরিচ্ছন্নতা, সবুজায়ন ও ভূমিকম্প সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য ভলান্টিয়াররা কাজ করবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
তিনি বলেন, ‘সিটি মেয়র যে যুদ্ধ শুরু করেছেন সেই যুদ্ধে তাকে জিততে হবে। মেয়র যে যুদ্ধ শুরু করেছেন সে যুদ্ধ মানুষের জন্য। উনি হেরে গেলে ঢাকা হেরে যাবে। আর কখনই মানুষ ঘুরে দাঁড়ানোর সাহস পাবে না।
গবেষণা ফলাফল উপস্থাপন করেন বিইউ’র বোর্ড অব ট্রাস্টি সদস্য স্থপতি ইকবাল হাবিব ও ড. আখতার হোসেন।
সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টি চেয়ারম্যান ও মাইক্রোসফটের সিনিয়র আর্কিটেক্ট কাজী জামিল আজহার।