বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হবে আগামীকাল শনিবার। কাল রাত সাড়ে ৮টায় দলের চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেছেন, কাল শনিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক। সেখানে দলের কাউন্সিল, পুনর্গঠন, প্রধান বিচারপতি এস কে সিনহার সাম্প্রতিক বক্তব্যসহ সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হতে পারে।