দেশবাসী গণতন্ত্রহীন সমাজে বাস করছে : খন্দকার মাহবুব

0

mahabubদেশবাসী গণতন্ত্রহীন সমাজে বাস করছে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, দেশে যদি গণতান্ত্রিক আন্দোলনকে স্তিমিত করে করে রাখা হয়, তাহলে একদিন জঙ্গির উত্থান হবে। তখন এর থেকে কেউ রক্ষা পাবে না বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। সরকারকে গণতান্ত্রিক পথে ফিরে আসার আহ্বান জানান এই আইনজীবী। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘মা কাঁদছে স্বাধীনতা’ শীর্ষক সিডির মোড়ক উন্মোচন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ক্রীড়া বিষয়ক সম্পাদক কর্নেল (অ.) লতিফ খান, জাসাসের সভাপতি এম এ মালেক, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও কণ্ঠ শিল্পী মনির খান প্রমুখ। সিডিতে জিয়াউর রহমান ও তারেক রহমানসহ সাম্প্রতিক রাজনীতি নিয়ে ১৩টি গান স্থান পেয়েছে। গানগুলোর মধ্যে রয়েছে- স্বাধীনতা তোমায় সালাম…, শহীদ জিয়া তোমার কথা….., তুমি তারেক জিয়া তুমি আরেক জিয়া…..। গানগুলো গেয়েছেন জনপ্রিয় শিল্পী পলাশ, রিজিয়া পারভীন, ইথুন বাবু, শেখ মহসিন, স্বীকৃতি, লাইনুল নাহার, পরাণ, সূচনা, জাহিদ, মুন, আলআমিন। অ্যালবামটির সংগীত পরিচালনা করেছেন ইথুন বাবু। গানের কথা লিখেছেন জাসাসের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লোকমান হোসেন ফকির, মুন্সী ওয়াদুদ, মিন্টু রহমান, আবদুর রহিম বিপ্লবী ও ইথুন বাবু। গানের সিডি নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় বিক্রয় কেন্দ্রে পাওয়া যাবে। প্রবীণ আইনবিদ খন্দকার মাহবুব হোসেন শঙ্কা প্রকাশ করে বলেন, বর্তমানের গণতান্ত্রিক আন্দোলনের ধারাকে দাবিয়ে রাখা হচ্ছে। আমরা আজকে গণতন্ত্রহীন সমাজে বাস করছি। যা একদিন জঙ্গির উত্থান ঘটাবে। তাই এখনো সময় আছে গণতান্ত্রিক পথে ফিরে আসার। উন্নয়নের জোয়ার দিয়ে গণতন্ত্রকে বেশিদিন অবরুদ্ধ করে রাখা যায় না দাবি করে বলেন, ২০০৯ সাল থেকে সুইস ব্যাংকে দেশের অর্থ পাচার করা হচ্ছে। তখন তো বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিলো না? তাহলে এ অর্থগুলো কে বা কারা পাচার করলো? এ প্রসঙ্গে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী বললেন- পাচারকৃত অর্থ দেশে ফেরত এনে উন্নয়নের কাজে লাগানো হবে। তখন আমরা সুপ্রিম কোর্ট থেকে আমরা বললাম, যারা দেশের অর্থ পাচার করেছে তাদের নামের তালিকা প্রকাশ করেন? কিন্তু আজ পর্যন্ত সেই নামের তালিকা প্রকাশ করা হলো না? দেশে যা পাপাচার ও অত্যাচার হচ্ছে, এর দায়িত্ব প্রধানমন্ত্রীকেই নিতে হবে। এখন আপনার পাশে যারা আছে, তখন হয়তো তারা আর থাকবে না। রুহুল কবির রিজভী অভিযোগ করেন, আজকে জনগণের আতঙ্ক হচ্ছেন প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রীরা। দেশের জনগণ যাদের আতঙ্ক বলে মনে করছেন, তারা খোদ রাষ্ট্র ক্ষমতা দখল করে বসে আছে! দেশের বুদ্ধিজীবীদের উদ্দেশে রিজভী বলেন, আমাদের দেশের বুদ্ধিজীবীরা মুক্তিযুদ্ধের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেন। তারা আজকে গণতন্ত্র হত্যাকারী, সংবিধান ধ্বংসকারী ওই খায়রুল হকের অন্যায়ের বিরুদ্ধে একটি কথাও বলছেন না? কারণ আজকে ওই সমস্ত বুদ্ধিজীবীরা মাঘ মাসের শীতের মত ঘরের কোনে লুকিয়ে গেছেন?

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More