ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিকে চলছে বিভিন্ন ধরনের ফ্রি ও প্যাকেজ পণ্যের অফার। ক্রেতারা নিজেদের পছন্দের পণ্য কিনতে ঘুরছেন এক স্টল থেকে আরেক স্টলে। বিক্রি ভালো হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
শুক্রবার সকাল থেকেই বাণিজ্য মেলায় আসতে থাকেন ক্রেতা ও দর্শনার্থীরা। ছুটির দিন থাকায় ভীড় বেশি। মেলা শেষ হতে বাকি আর মাত্র কয়েক দিন। তাই শেষ সময়ে বিভিন্ন স্টলে চলছে বিশেষ অফার।
মাদকমুক্ত সমাজ গড়তে মেলায় সচেতনতামূলক প্রচার চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আলী হায়দার রাসেল বলেন, ২০১৬ সালের জানুয়ারী মাসকে মাদকমুক্ত মাস হিসেবে ঘোষণা করা হয়েছে। এর অংশ হিসেবেই মেলায় আসা।
মেলার রেডিও পার্টনার রেডিও ভূমি এফএম বিরানব্বই দশমিক আট। রেডিও ভূমির উপস্থাপক ওয়াসিম আকরাম বলেন, কোন কোন প্রোডাক্ট ‘একটি কিনলে ৫টি ফ্রি’ এগুলো প্রচার করি।
এছাড়া মেলায় রয়েছে ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিভিন্ন ওষুধ ও পণ্যের সম্ভার। ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্রান্ড প্রমোটার মোশারফ হোসেন বলেন, বাংলাদেশে যে সব ডায়াপার পাওয়া যায় সেগুলোর মধ্যে বেষ্ট ডাপাপার হচ্ছে আমাদের কোম্পানীর ডায়াপার।
মেলার নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতা ও দর্শনার্থীরা।