গত সোমবার ধানমন্ডি কড়াই গোস্ত রেস্তোরাঁয় মারুফের বড় বোনের বিয়ের অনুষ্ঠান চলছিল, অনুষ্ঠান টি ছিলো বেশ সল্প পরিসরে। তাই অতিথি স্বাভাবিকভাবেই কম থাকার কথা। আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানাচ্ছিলেন মারুফ ও তার দুই বন্ধু মিলে। হঠাৎ দুইজন সুন্দরী মেয়ে বিয়ের অনুষ্ঠানে এসে উপস্থিত।
বরপক্ষ তখনো অনুষ্ঠানে এসে হাজির হয়নি, আর বরপক্ষের প্রায় সবাই কনেপক্ষের পুর্বপরিচিত, তাই মারুফ একটু আগ্রহ সহকারে এই আগন্তুক মেয়ে দুই জনকে তাদের পরিচয় জিজ্ঞেস করতে সংকোচ বোধ করছিলো, তারপরও ভেতরে বসতে দিয়ে তাদের পরিচয় জিজ্ঞেস করার পরে মেয়ে দুইটি কোন সন্তোষজনক জবাব দিতে পারিনি। প্রথমে বলেছিলো কনের পুর্ব পরিচিত আবার পরে বলে বর পক্ষের লোক।
মারুফের বেশ সন্দেহ হয়, অবশেষে সত্যতা খুজে পায় মারুফ।এই সুন্দরী মেয়ে দুইটি কোন আমন্ত্রিত অতিথি নয়, এরা হল বিনা দাওয়াতে অনুষ্ঠানে এসে ফাও খাওয়া দুই খাদক। মারুফ এবং তার বন্ধুরা মিলে মেয়ে দুইটির ছবি তুলতে চাইলে তারা বেশ কান্নাকাটি শুরু করে এবং ছবি তুলে ফেসবুকে না দেবার জন্য বেশ অনুরোধ করে।
মারুফ এবং তার বন্ধুরা মেয়ে দুটির অনুরোধ রক্ষা করে কিন্তু শর্ত একটাই এভাবে বিনা দাওয়াতে কতগুলো বিয়েতে খেয়েছে সেগুলো বলতে হবে। মেয়ে দুইজন জানাই এরা পাশ্ববর্তী ইডেন কলেজের এবং এভাবে ঢাকার বিভিন্ন রেস্টুরেন্টে প্রায় তিন বছর যাবৎ ৩৭৮ টি বিয়েতে খেয়েছে।
মারুফদের অনুষ্ঠানে খেতে পারলেই ৩৭৯ হবে, এই মেয়ে দুইজন আরো জানায় তাদের আর্থিক কিংবা অন্য কোন সমস্যা নেই। এটা তাদের একপ্রকার নেশা। অনেকেই অনেক কিছু করে রেকর্ড করে তাই তাদের ইচ্ছে প্রায় ১০০০ বিয়েতে ফ্রি খেয়ে রেকর্ড করা।
এই দুই মেয়ের ঘটনা অবশ্য পুরো অনুষ্ঠান জুড়ে ছড়িয়ে পড়ে, যেহেতু এসেই পড়েছে সেহেতু দেরকে বেশ আপ্যায়ন কতারা হয়।
এসব কথা ধানমন্ডির বাসিন্দা মারুফ নিজেই জানালেন।
ঘটনাটি বেশ হাস্যকর। এমন ঘটনা ঘটানোর জন্য এই আধুনিক যুগেও কোন মানুষ আছে সেটা ভাবতেই অবাক লাগে, আর এই ঘটনার কেন্দ্রবিন্দুতে যদি কোন মেয়ে হয় তাহলে তো কোন কথাই থাকে না। আর সেটা যদি হয় ইডেন কলেজের কোন মেয়ে, তাহলে তো বিষয়টি একটু অন্যমাত্রা পায়।হ্যাঁ মারুফের পাঠানো এ ঘটনা থেকেই তা ফুটে উঠেছে। এমন ঘটনা বিশ্বে বিরল। বিশ্বরেকর্ড বটে।
২৩ জানুয়ারি ২০১৬