জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশে কোনো ‘অ্যাডমিন’ বসাবে না। বাংলাদেশের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে ৪৮ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নেবে প্রতিষ্ঠানটি। আজ রোববার সচিবালয়ে এ কথা জানিয়েছেন ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সিঙ্গাপুরে ফেসবুক কর্তৃপক্ষের সাথে বৈঠক করে এসে সাংবাদিকদের একথা জানান তারানা হালিম। গত ১২ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত তারানা হালিম সিঙ্গাপুর ও মালয়েশিয়া সফর করেন। সিঙ্গাপুরে ফেসবুক কর্তৃপক্ষের পাশাপাশি মালয়েশিয়ায় যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। তারানা হালিম বলেন, ‘ফেসবুক কর্তৃপক্ষের কাছে বাংলাদেশে অ্যাডমিন বসানোর প্রস্তাব করা হয়েছিল। কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, এ দেশে অ্যাডমিন বসানোর প্রয়োজন নেই।’ তিনি আরো জানান, বাংলাদেশের নিরাপত্তাজনিত অভিযোগগুলো নিয়ে দ্রুত ব্যবস্থা নেবে ফেসবুক। সেই সাথে অভিযোগের পরিপ্রেক্ষিতে নেয়া পদক্ষেপগুলো বাংলাদেশকে অবহিত করবে।