চট্টগ্রামে চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

0

chitagongঅবশেষে পাঁচ দিনের ভোগান্তির পর মেয়রের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করেছেন চট্টগ্রামের বেসরকারি চিকিৎসকরা। রোববার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আল বীর উত্তম মিলনায়তনে বিএমএর সভাপতি ডা. মুজিবুল হক খান এ ঘোষণা দেন।
তিনি বলেন, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের আশ্বাসের প্রেক্ষিতে আমরা আমাদের কর্মসূচি সাময়িক স্থগিত করছি।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি বন্দরনগরীর একটি বেসরকারি হাসপাতাল ‘সার্জিস্কোপে’ সন্তান জন্ম দিয়ে মারা যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ছোট ভাই খায়রুল বশরের মেয়ে মেহেরুন্নেসা রীমা (২৫)।
এ ঘটনায় রীমার বাবা খায়রুল বশর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক শামীমা সিদ্দিকী রোজি ও তার স্বামী মাহবুবুল আলমের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে অভিযোগও করেন। আদালত অভিযোগটি মামলা হিসেবে নিতে পাঁচলাইশ থানার ওসিকে নির্দেশ দেয়।
ওই মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার থেকে চট্টগ্রামে ‘প্রাইভেট প্র্যাকটিস’ ও চেম্বার বন্ধ রেখে ধর্মঘট শুরু করে চিকিৎসকদের সংগঠন বিএমএর চট্টগ্রাম শাখা।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More