প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীকে আজীবনের জন্য (স্থায়ী) বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যৌন নিপীড়ন, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা এবং বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে শিক্ষার্থীদের বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়।
রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাত আলী। সোমবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
সিন্ডিকেট সভার একাধিক সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ৬ জন, বিভিন্ন পরীক্ষায় জালিয়াতি বা অন্যের হয়ে পরীক্ষা (প্রক্সি) দেয়ার অভিযোগে ৬ জনকে, টিএসসিতে যৌন নিপীড়নের দায়ে ৩ জনকে এবং বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের প্রাধ্যক্ষের কক্ষ ভাঙচুরের অভিযোগে ১জনকে বহিস্কার করা হয়।