গাজীপুরে স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল লিমিটেড নামের টায়ার থেকে জ্বালানি তেল তৈরি কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. কামাল (৪৯)। তার বাড়ি নরসিংদি জেলার ঘোড়াশালে। মঙ্গলবার সকাল ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গাজীপুরে জেলা প্রশাসনের সূত্র মতে এ নিয়ে ওই কারখানায় বয়লার বিস্ফোরণ ও আগুনে পোড়ার ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ৭জনে। প্রত্যেকের লাশ দাফন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে।
এ ঘটনায় জেলা প্রশাসনের নেতৃত্বে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আর জয়দেবপুর থানায় কারখানার মালিক ইমান উদ্দীনসহ ৮ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে পুলিশ এখনো পযর্ন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
গত শনিবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইলের ভাদুন এলাকার স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় বয়লার বিস্ফোরণ ঘটে। এ সময় কারখানার সামনের জয়দেবপুর-পূবাইল সড়ক দিয়ে যাওয়ার সময় অটোরিকশাযাত্রী স্কুলশিক্ষিকাসহ ৫ জন অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থল ও হাসপাতালে নেয়ার পথে মারা যান। অগ্নিদগ্ধ ও আহত হন ১০ জন। অগ্নিদগ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় রোববার একজন এবং মঙ্গলবার সকালে আরেকজনের মৃত্যু হয়েছে
Next Post