আগামী মাসের ১৯ তারিখে মুক্তি পেতে যাচ্ছে নুসরাত ফারিয়ার ‘হিরো ৪২০’। সৈকত নাসির ও সুজিত মণ্ডলের পরিচালনায় যৌথ প্রযোজনার এই সিনেমায় নুসরাত ফারিয়ার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার ওম।
নতুন এই জুটির আরেকটি সিনেমার শুটিং আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল। জাকির হোসেন রাজুর পরিচালনায় ‘প্রেমী ও প্রেমী’ নামের এই সিনেমাটি শুটিং কলকাতায় শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে ছবিটির শুটিং শুরু হচ্ছে না।
এ সম্পর্কে পরিচালক জানান, বর্তমানে তিনি ‘নিয়তি’ নিয়ে ব্যস্ত আছেন। তাই এ মাসের শেষেরদিকে ‘প্রেমী ও প্রেমী’র শুটিং শুরু হওয়ার কথা থাকলেও পিছিয়ে দেয়া হয়েছে। তবে কবে থেকে শুরু হবে সেটাও তিনি নিশ্চিত করতে পারেননি।