ফেসবুকে ভাইরাল হয়েছে হালের ঢালিউড সেনসেশন পরীমনির একান্ত কিছু ছবি। ছবিতে গ্রামের মেঠো পথে এক যুবকের বুকে মাথা রাখা এ ছবিগুলো নিয়ে আজ রোববার সকাল থেকেই সর্বোত্র চলছে আলোচনা সমালোচনা।
ছবিগুলো যে পরীমনির নিজেদের কিংবা শ্বশুরাবাড়ীর টিনের ঘরে, গ্রামের পথে এবং একান্ত কারও সঙ্গে তোলা- সেটুকু শতভাগ স্পষ্ট। ফেসবুকে ভাইরাল পরীমনির একান্ত ছবিপ্রকাশিত এ ছবিগুলোর তল খুঁজতে এখন চলছে তুমুল আলোচনা। ঢাকাইয়া মিডিয়া জগতে শুরু হয়েছে জোর গুঞ্জন।
অনেকেই বলছেন, প্রথম থেকে নানা কারণে আলোচিত-সমালোচিত এ ঢালিউড সম্ভাবনাময়ী এবার ভালোভাবেই ফেঁসে যাচ্ছেন।
সম্প্রতি আনিক আব্রাহাম নামের এক যুবকের আক্ষেপ জড়িত এক স্ট্যাটাস এ নিয়ে বিতর্কের শুরু করে।
ছবিগুলোর ক্যাপশনে আনিক লিখেছেন, ‘আমার বন্ধু ইসমাইল আর তার স্ত্রী সৃতিমনি যে আজ বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি। এক সময় ভোলা সদরেই থাকতো তার জামাই বাড়িতে। তারপর তার নেশা গেলো অর্থ আর লোভ লালসার দিকে, যার জন্য আমার সহজ-সরল বন্ধুকে ত্যাগ করতে দ্বিধাবোধ করলো না। যাই হোক ছবিগুলো দেখে পুরনো দিনের কথা মনে পড়ে গেল তাই সবার সাথে একটু শেয়ার করলাম।’
তবে এ বিষয়ে কথা বলতে পরীমনির সঙ্গে ফোনে এবং ফেসবুকের ইনবক্সে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে তার কোনো মন্তব্য পাওয়া গেলে তা চ্যানেল আই অনলাইনের পাঠকদের জানিয়ে দেওয়া হবে।