বর্তমান ভোটার ১০ কোটি, নতুন ভোটার ৪৪ লাখ

0

voter২০১৫ সালের ভোটার তালিকা হালনাগাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ শেষে এবার নতুন ভোটারের সংখ্যা ৪৪ লাখ ২৩ হাজার ৯২৭জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২৩ লাখ ৩২ হাজার ৬৯৫ জন এবং মহিলা ভোটার সংখ্যা ২১ লাখ ২৩২ জন। এ নিয়ে দেশের বর্তমান ভোটার সংখ্যা দাড়িয়েছে প্রায় ১০ কোটি।
নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, হালনাগাদকৃতসহ সব মিলিয়ে দেশের বর্তমান ভোটার ৯ কোটি ৯৮ লাখ ৯৮ হাজার ৫৫৩ জন। নতুন ভোটারদের মধ্যে পুরুষ অন্তর্ভুক্ত হয়েছে ২৩ লাখ ৩২ হাজার ৬৯৫ জন, আর মহিলা ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছে ২১ লাখ ২৩২ জন। তাছাড়া ভোটার তালিকায় ভোটার কর্তন করা হয়েছে ৭ লাখ ৩৫ হাজার ৮৭১ জন। এর মধ্যে পুরুষ ৪ লাখ ৮৫ হাজার ৭৯৯ জন, মহিলা ২ লাখ ৫ হাজার ৭২ জন।
ইসি সংশ্লিষ্টরা জানিয়েছেন, ১৭ জানুয়ারির মধ্যে ভোটাররা দাবি, আপত্তি ও সংশোধনের জন্য দরখাস্ত করেছিল। এদের দাবি নিষ্পত্তির শেষ করা হয় ২২ জানুয়ারি। আর হালনাগাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় ৩১ জানুয়ারি। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যাদের বয়স ২০১৬ সালের ১ জানুয়ারি ১৮ বছর হয়েছিল শুধু তারা ভোটার হয়েছেন

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More