সংগঠন থেকে বের হয়ে যাওয়ার অপরাধে ২০ জঙ্গির শিরশ্ছেদ করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। ইরাকের মোসুলে তাদের নিজ নিজ পরিবারের সদস্যদের সামনে দাঁড় করিয়েই তাদেরকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। তারা দল ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলেই আইএসের তরফ থেকে জানানো হয়েছে। ভবিষ্যতে যেন আর কোন জঙ্গিই দল ছাড়ার কথা ভাবার সাহস না পায় সেজন্য এমন কঠিন শাস্তি।
আরা নিউজ সূত্রে জানা গেছে, সম্প্রতি আইএস জঙ্গি গোষ্ঠীর ২০ জনের একটি দল যুদ্ধক্ষেত্র থেকে পালানোর চেষ্টা করছিল। তারা পালাতে পারেনি। আইএস নেতৃবর্গ তাদেরকে ধরে ফেলে এবং জনসমক্ষে দাঁড় করিয়ে মাথা কেটে হত্যা করে। যুদ্ধক্ষেত্র থেকে পালানোর অপরাধেই তাদের শিরশ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছে জঙ্গি সংগঠনটি।
শুক্রবার রাতে মোসুলের চেকপয়েন্ট থেকে এই ২০ জনকে আটক করা হয় বলে স্থানীয় একটি সূত্রে জানা যায়। এই সূত্রমতে, বন্দী ২০ জনকে শনিবার শরিয়তি আদালতে পাঠানো হয়। তারপর তাদের সংক্ষিপ্ত জিজ্ঞাসাবাদের পর পর শরিয়তি আদালতই বিশ্বাসঘাতকতার অপরাধে তাদের প্রকাশ্যে শিরশ্ছেদের রায় দেয়।
Prev Post
Next Post