দিনাজপুরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের আয়োজনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা (অংশ)-২০১৬ উপলক্ষ্যে গল্প বলা এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা শুরু হয়েছে। ৩ ফেব্রুয়ারি প্রতিযোগিতার শেষ দিনে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা (অংশ) কমিটির আহ্বায়ক প্রফেসর মো. মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. আনিস খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা (অংশ) কমিটির সদস্য সচিব প্রফেসর ড. বলরাম রায়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান, ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের প্রফেসর শ্রীপতি সিকদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক মো. মমিনুল ইসলাম প্রমুখ। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীরা অংশ গ্রহণ করছে।
Prev Post
Next Post