নিজের পরকীয়া প্রেমের কথা ফাঁস হওয়ায় পদত্যাগ করতে বাধ্য হয়েছেন জাপানের পার্লামেন্টের এক সদস্যের। এর আগে তিনি পিতৃত্বকালীন ছুটির দাবি তুলে আলোচনার ঝড় তুলেছিলেন।
কেনসুকে মিয়াজাকি নামক ঐ সাংসদ এক সংবাদ সম্মেলন ডেকে এজন্য ক্ষমা চেয়েছেন এবং পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
জানুয়ারিতে মিয়াজাকি পিতৃত্বকালীন ছুটির দাবি তোলার পর তা দেশটিতে শোরগোল ফেলে দিয়েছিল। তিনি প্রথম কোন পুরুষ সাংসদ, যিনি এরকম ছুটির দাবি জানান।
কিন্তু এর পরপরই মিয়াজাকির পরকীয়া প্রেমের তথ্য ফাঁস করে দেয় জাপানের একটি ট্যাবলয়েড পত্রিকা। সন্তান-সম্ভবা স্ত্রীকে লুকিয়ে এক মডেলের সঙ্গে মিয়াজাকি প্রেম করছেন বলে প্রতিবেদনে জানায় পত্রিকাটি। তাদের দু’জনের ছবিও ছাপা হয় পত্রিকায়।
৫ ফেব্রুয়ারী তার স্ত্রী সন্তান জন্ম দেয়ার মাত্র কয়েকদিন আগে প্রেমিকার সঙ্গে ছবিটি তোলা হয় বলে দাবি তাদের। এই কেলেঙ্কারির পর শুক্রবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে পদত্যাগের ঘোষণা দেন কেনসুকে মিয়াজাকি।
Prev Post
Next Post