বলিউড তারকা রণবীরের সঙ্গে ক্যাটরিনা প্রেম চলেছে প্রায় ৪বছর। মিডিয়ার কল্যাণে সে কথা আর কারোরই অজানা নয়। কিন্তু বর্তমান খবর হলো রণবীর এখন একাকীই কাটাচ্ছেন। কাটরিনাহীন জীবনটা হয়তো কষ্টেই যাচ্ছে এ অভিনেতার।
ভারতীয় গণমাধ্যমে জানানো হয়েছে, বেশ খোশ মেজাজেই আছেন ক্যাটরিনা। সেটা নিশ্চিত হওয়া গেছে রণবীরের সঙ্গে বিচ্ছেদের সঙ্গে সঙ্গে সাবেক প্রেমিক সালমান খানের সঙ্গে মেলামেশা শুরু করা দেখে। এরই মধ্যে তিনবারের মতো তারা দেখা করেছেন।
শুধু তাই নয়, এর মধ্যে একবার গভীর রাতে লং ড্রাইভেও গিয়েছেন বলে জানা গেছে।
সম্প্রতি কাটরিনার তার নতুন ছবি ‘ফিতুর’র প্রমোশনে একটি স্টেজে পারফরম করছিলেন।
Next Post