বাল্যবিয়ে রোধে উপজেলা পর্যায়ে এবং জনাকীর্ণ স্থানগুলোতে বিলবোর্ড স্থাপন ও লিফলেট বিতরণের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির সুপারিশ করেছে জাতীয় সংসদের বাল্যবিবাহ প্রতিরোধ সাব-কমিটি। এজন্য আন্তর্জাতিক সংস্থা ইউএনএফপিএর নিকট অর্থ সহায়তা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
জাতীয় সংসদ ভবনে বুধবার অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ ও পরামর্শ দেয়া হয়। কমিটির আহ্বায়ক এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে সাব-কমিটির সদস্য মাহবুব আরা বেগম গিনি, সেলিনা বেগম ও নূর-ই-হাসনা লিলি চৌধুরী অংশ নেন।
বৈঠকে বাল্যবিবাহ প্রতিরোধে যেসব এলাকায় বাল্যবিবাহের প্রবণতা বেশি, সেসব এলাকার এমপিদের সম্পৃক্ত করে গণসচেতনামূলক কার্যক্রম চালানো এবং এমডিজি পরবর্তী এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে নারীদের সম্পৃক্তকরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য মাহবুব আরা গিনি নারী শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে নারী শিক্ষার কোন বিকল্প নেই। বাল্যবিবাহ রোধ করা গেলে নারীদের অন্য অনেক সমস্যারও সমাধান হবে।
Prev Post
Next Post