গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী পোশাক শ্রমিক ও নিরাপত্তাকর্মীসহ ৩ জন নিহত হয়েছে। নিহতদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পোড়াবাড়ি এলাকায় কাজে যাওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় পোশাক শ্রমিক মিতু মারা যায়।
এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় একই দিন বেলা ১১টার দিকে লেগুনাচাপায় এক যুবক নিহত হয়েছে। নিহত নিজামউদ্দিন লাইফওয়ে এলএমএর গাজীপুর শাখার চাকরি করতেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলা সদরের শিমুলতলী গ্রামে। অপরদিকে জেলার কালিয়াকৈরে ট্রাক চাপায় সাঈদুর রহমান নামে পোশাক কারখানার এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। তিনি জামালপুর জেলার চরিমাগুরা গ্রামের ইন্তাজ আলীর ছেলে। তিনি বুধবার রাত ১১টার দিকে কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকায় চন্দ্রা-নবীনগর সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
সালনা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।
Next Post