নির্বাচন কমিশনার শাশ্বত মিথ্যাবাদী: রিজভী

0

rijbiচলমান ইউপি নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিককে নির্লজ্জ বলে আখ্যায়িত করে বিএনপির বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, নির্বাচন নিয়ে প্রশাসন ও সরকারি দলের যৌথ নৃশংস তাণ্ডব বিরোধী দল ও গণমাধ্যম যতই চেঁচামেচি করুক নির্বাচন কমিশনের উচ্চপদস্থ পদাধিকারীরা ভোট অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে বলে নির্লজ্জের মতো বিবৃতি দিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, এরকম আচারণে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা শাশ্বত মিথ্যাবাদী হিসেবে দেশের মানুষের কাছে আখ্যায়িত হয়েছেন।

বুধবার সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ইউপি নির্বাচন নিয়ে শাসক দলের হিংস্র তাণ্ডবে দেশের মানুষ অপমানিত ও অত্যাচারিত হলেও নির্বাচন কমিশনের সর্বোচ্চ পদাধিকারীরা অনাচার আর জালিয়াতিকে বৈধতা দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, আগের দুই দফা নির্বাচনসহ এ পর্যন্ত আওয়ামী সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ৪৫ জন নিহত ও পাঁচ সহস্রাধিক লোক আহত হয়েছেন। সারাদেশের মানুষ ভোট প্রহসনে ক্লান্ত ও আতঙ্কিত। ক্ষমতাসীনদের অস্ত্রের ঝনঝনাতিতে গ্রামে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

দুই ধাপের সহিংস নির্বাচন দেশে-বিদেশে ঘৃণিত হলে নির্বাচন কমিশন সকল মিথ্যাচার করার পরও এক পর্যায়ে প্রেসনোট দিয়ে বলেছিল, নির্বাচনের পরবর্তী ধাপগুলো শান্তিপূর্ণ হবে। কিন্তু নির্বাচনী সহিংসতা ও মৃত্যুর মিছিল যেন থামছেই না, বলেন তিনি।

ক্ষমতাসীনরা সশস্ত্র মহড়া দিয়ে সারাদেশে বিএনপিকর্মী ও ভোটারদের ভোট কেন্দ্রে না যেতে হুমকি-ধামকি অব্যাহত রেখেছে বলেও অভিযোগ করেন রিজভী।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More