রাজশাহীতে এবার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক খুন হয়েছেন। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে নগরীর শালবাগান এলাকায় নিজ বাসার সামনে থেকে মাত্র ১০০ গজ দূরে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বত্তরা। নিহত শিক্ষকের নাম অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী। প্রকাশ্যে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নগরীর বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন খান হত্যাকাণ্ডের বষয়টি নিশ্চিত করেছেন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তবে তার আগেই হত্যাকারীরা পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, শিক্ষক রেজাউল করিম বাড়ি থেকে বের হয়ে হেঁটে বিশ্ববিদালয়ের উদ্দেশে বের হন। বাসা থেকে বের হয়ে শালবাগান মোড়ে বিশ্ববিদ্যালয়ের গাড়ীতে উঠতেন। কিন্তু বাসা থেকে মাত্র ১০০ দূরে শালবাগান বাজারের পশ্চিম পাশে গলির মধ্যে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে মৃত্য নিশ্চিত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পেছন থেকে তাকে কুপিয়ে হত্যা করা হয়। তার ঘাড়ের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় অঅতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এখনো হত্যাকাণ্ডের কোনো রহস্য উদঘাটন হয়নি। এটি কোনো জঙ্গি সংগঠনের কাজ কনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।