মহাম্মাদপুরের আদাবর থানা সংলগ্ন শেখেরটেক ৬ নং রোডে অবস্থিত প্রতিভা স্কুলের হিন্দু শিক্ষক কনককে কুপিয়েছে দুরবিত্তরা। কুপিয়ে জখম করে পালিয়ে গেলেও পুলিশের তৎপরতায় মাত্র ৩০ মিনিটেই গ্রেফতার করেছে ২ জনকে। কে বা কারা আর কি কারনেই বা এই শিক্ষককে জখম করা হল তা এখনো জানা যায়নি। পুলিশ লেগে আছে আসল হোতা খুঁজে বের করতে। আমাদের প্রতিনিধি জানান, পুলিশকে জিজ্ঞেস করার সাথে সাথে পুলিশ উত্তর দেয় “আপনারাও যেখানে দারিয়ে আমরাও ঠিক শেখানেই, একটু সময় নিন আশা করি সব বের হয়ে আসবে”
কনক এখন হাসপাতালে ভর্তি অবস্থা গুরুতর। পার্শ্ববর্তী লোকজন দেখলেও মুখ খুলছে না। তবে অনেকে বলছে পূর্ব শত্রুতার জেদ ধরেই হয়তো এই ঘটনা।