বিশেষ প্রতিনিধি, বেলজিয়ামঃ বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেলজিয়াম শাখা।
বেলজিয়াম বিএনপির সাবেক সহসভাপতি আহমেদ সাজা ও সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন বাবু ও সাবেক দপ্তর সম্পাদক আলম হোসেন এক বিবৃতিতে বলেন, আওয়ামীলীগ এবং বর্তমান অবৈধ সরকার রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ন হয়ে হয়রাণীর হীন উদ্দেশ্যে মামলায় জর্জরিত করছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবি জানান।