নারায়ণগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে ওঠবস করানোর ঘটনা তদন্তে কাজ শুরু করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতরের (মাউশি) তদন্ত কমিটি। মঙ্গলবার রাতে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন তদন্ত কমিটির প্রধান মাউশির ঢাকা অঞ্চলের পরিচালক মো. ইফসুফ আলী।
ইফসুফ আলী বলেন, তদন্তকাজ শুরু হয়েছে। বিভিন্ন পর্যায়ের লোকজনের সঙ্গে কমিটি কথা বলেছে।
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে শুক্রবার বিদ্যালয়ে জাতীয় পার্টির স্থানীয় এমপি এ কে এম সেলিম ওসমান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে ওঠবস করান।
Next Post