[ads1]নলছিটি উপজেলার মোল্লারহাট জে,এ ভূট্রো ডিগ্রী কলেজের ডিগ্রীর শিক্ষার্থী মোঃ রফিকুল ইসলাম (২৩) গলায় ফাঁস দিয়ে নিজ বাড়িতে আত্ম হত্যা করেছে।
নিহতের আত্মীয় সূত্রে জানাগেছে, সোমবার সকালে তার পরিবারের লোকজন ঘুম থেকে উঠে তার রুমে গেলে গলায় ফাঁস অবস্থায় রফিকুল কে আড়ার সাথে ঝুলন্ত দেখতে পায়। পরে নলছিটি পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থান থেকে নিহত রফিকুল কে উদ্ধার করে। নিহত রফিকুল ইসলাম নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কাটাখালী গ্রামের রুহুল আমীনের ছেলে।
এব্যাপারে নলছিটি থানার ওসি একেএম সুলতান মাহমুদ জানান, নলছিটি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। কেন বা কি কারনে রফিকুল আত্ম হত্যা করেছে এব্যাপারে কিছুই জানা যায় নি।[ads1]