[ads1]
[ads1]ঢাকা: বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে বিরাট কোহলির মন দেয়ার নেয়ার গল্প নতুন নয়। মাঝে একবার ভেঙেও গিয়েছিল তাদের সম্পর্ক। তবে আবার শুরু হয়েছে তাদের নতুন রোমান্স। কিন্তু জানেন কি, আনুশকাই কোহলির প্রথম প্রেম নয়।
কোহলি প্রথম মন দিয়েছিলেন কারিনার বড় বোন কারিশমা কাপুরকে। এক সাক্ষাতাকারে এমনটিই জানিয়েছেন ভারতীয় দলের বর্তমান সেনশেসন বিরাট কোহলি। তার মতে, কারিশমাই তার প্রথম প্রেম। যাকে দেখলেই মনটা আনচান করে উঠত।[ads1]
[ads1]সেটা অবশ্য আরও আগের কথা। তখন বিরাট কোহলি উদীয়মান তারকার পথে। তবু সবাই চেনেন তাকে। ঐ সময় ক্রিকেটের ফ্যান ছিলেন কারিশমা কাপুরও। তিনিও নাকি পছন্দ করতেন বিরাট কে। কিন্তু হায়, দুজনেরই মধ্যে কেউ প্রকাশ করেনি তাদের অভিব্যক্তি।
তবে এখন বিরাট কোহলির এই কারিশমা প্রীতি নতুন করে আনুশকার সঙ্গে ঝামেলা তৈরি করে কি না, সেটাই এখন দেখার বিষয়।[ads2]