[ads1]”কাভাবে আমি বাঁচবো তোকে ছাড়া, কিভাবে পথ চলবো তোকে ছাড়া” এমনি একটি প্রেমের গনের কাথায় কণ্ঠ দিয়েছেন শাহ্নাজ চিত্রা।
গানটি ফিল্মি ভলিওম-১ এ্যালবামের। এলবামটির ফিচারিং করেছেন নতুন ধারার গানের প্রবর্তক বর্ণ চক্রবর্তী। সম্পূর্ণ নতুন আঙ্গিকের গান হলেও তাদের পরিচিতিটা বাড়ছে তড়িঘড়ি করেই।
নতুন ধাড়ার গান করতেই মূলত বর্ণর প্রচেষ্টা। চিত্রা তারই দলের একজন কণ্ঠ শিল্পী।
শাহ্নাজ চিত্রা শাহ্ সুলতান কলেজে, বগুরার ম্যানেজমেন্ট বিভাগের ৩য় বর্ষের ছাত্রী। তার শখ থেকেই গান গাওয়া। তেমন বড় শিল্পী হওয়া তার লক্ষ্য না হলেও মানুষের মনের কাছে প্রিয় একজন শিল্পী হয়ে বেচে থাকতে চান তিনি।[ads2]
গানটির ভিডিওঃ
[ads2]