হয়ে গেলো “ইসলামিক ট্যালেন্ট-২০১৬” এর বাছাই পর্ব (ভিডিও)

0

Islamic Talent 2016[ads1]পবিত্র মাহে রমজান উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল, কলেজ ও মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শুরু হচ্ছে ইসলামিক কুইজ শো ISLAMIC TALENT-2016.

শুক্রবার (২৭ মে) বিকাল ৩টায় ঢাকার সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কঁচি-কাচার মেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হল কুইজ শো’র অডিশন।

সর্বোচ্চ দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা এই অডিশনে অংশ নিয়েছেন।[ads2]

মেধা-মননে সুস্থ ও নৈতিক সমাজ গঠনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের সঠিকভাবে গড়ে তোলার উপর নির্ভর করে সুন্দর ভবিষ্যৎ। বর্তমান সময়ে ছাত্র-ছাত্রীদের মাঝে ইসলাম ও নৈতিকতা সংশ্লিষ্ট শিক্ষার অভাব লক্ষ্য করা যায়। এই পর্যায়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ইসলামী জ্ঞানের পরিধি ও আগ্রহ বৃদ্ধি করাই এই কুইজ শো’র লক্ষ।

ISLAMIC TALENT-2016 এর টাইটেল স্পন্সর করছে মমতাজ মেহেদী এবং সহযোগী টাইটেল SAGEN International.

অনুষ্ঠানটি রমজানের প্রতিদিন বিকাল ৫.৩০টায় SAtv তে প্রচারিত হবে।

বিস্তারিত জানতে যোগাযোগ : ০১৯৭৭ ১০৬ ১০৭, ০১৭৯৭ ৫৮৬ ৯৯১। ফেসবুক পেইজঃ Islamic Talent 2016 [ads1]

[ads2]

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More