[ads1]আঙুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রমের সময়সীমা শেষ হতে চলেছে। তবে এখনও প্রায় ৩ কোটি সিম অনিবন্ধিত রয়ে গেছে বলে জানা গেছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত সিম পুনঃনিবন্ধন করা যাবে। এরপরও যারা এই কার্যক্রমের আওতায় আসবেন না, আগামীকাল বুধবার থেকে তাদের সিম বন্ধ হয়ে যাবে। তবে ৩১ মের পর অনিবন্ধিত সিমের সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত স্থগিত রাখার নির্দেশনা চেয়ে চেম্বার আদালতে গতকাল সোমবার আবেদন করেছেন সিম নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটকারী পক্ষের আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক। তিনি জানান, আজ আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে।[ads2]
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাব অনুযায়ী, গতকাল সোমবার পর্যন্ত ১০ কোটি ১৫ লাখের বেশি সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে। বর্তমানে দেশে সক্রিয় সিম আছে ১৩ কোটি ১৯ লাখ। সে হিসাবে প্রায় ৩ কোটি সিম এখনও পুনর্নিবন্ধন প্রক্রিয়ার বাইরে রয়েছে। উল্লেখ্য, গত বছরের ১৬ ডিসেম্বর থেকে আঙুলের ছাপ পদ্ধতিতে সিম নিবন্ধন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্রথমে নিবন্ধনের শেষ সময় ৩০ এপ্রিল নির্ধারণ করা হলেও পরে তা এক মাস বাড়িয়ে ৩১ মে করা হয়।[ads1]