[ads1]
[ads2]অভিনয়ের থেকে ইনস্টাগ্রাম কিংবা টুইটারে নিজের বিভিন্ন ভঙ্গিতে বিতর্কিত ছবি প্রকাশ করেই জনপ্রিয় হয়েছেন শার্লিন চোপড়া। তিনি আরো একটা কারণে বিখ্যাত‚ প্রথম ভারতীয় নারী হিসেবে আমেরিকান অ্যাডাল্ট মেল ম্যাগাজিন ‘প্লেবয়’র কভারের জন্য পুরো নগ্ন হয়ে ফটোশ্যুট করেন।
তবে শার্লিন সম্প্রতি এমন একটা বিস্ফোরক মন্তব্য করেছেন যা সব কিছুকেই ম্লান করে দেয়। নিজের মুখেই স্বীকার করেছেন যে, কেরিয়ারের শুরুতে তিনি টাকার বিনিময়ে একাধিক পুরুষের শয্যাসঙ্গিনী হয়েছেন।[ads2]
সম্প্রতি টুইট করেই শার্লিন এ স্বীকারোক্তি দেন। টুইটে লিখেন, ‘ আগে অন্তত চারবার আমি টাকার বিনিময়ে শুয়েছি। তবে সেই পুরুষদের সঙ্গে আমার কোনো মানসিক সম্পর্ক গড়ে ওঠেনি। তাই আজ তাদের কাউকেই আমার মনে নেই।’
অবশ্য বিস্ফোরক মন্তব্যের জন্য তিনি আগে থেকেই বিতর্কিত। এর আগে শার্লিন এক সাক্ষাৎকারে বলেছিলেন, পুরুষদের থেকে নারীদের প্রতিই নাকি তিনি বেশি আকৃষ্ট হন। এমনকি বলিউড তারকা বিদ্যা বালানের সঙ্গে একটা শয্যাদৃশ্য করার ইচ্ছাও প্রকাশ করেন।[ads1]