[ads1]শুরুতে দাম কত হবে? এ নিয়ে কয়েক দফা জল্পনা-কল্পনার পর অবশেষে আজ মঙ্গলবার ভারতের বাজারে আসল ডাতসান ব্র্যান্ডের রেডি গো।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, প্রাথমিক পর্যায়ে ৫টি মডেল ভারতীয় বাজারে ছেড়েছে নিশানের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এর মধ্যে মূল মডেলের দাম ধরা হচ্ছে ২ লাখ ৩৯ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ লাখ টাকা। বাকি মডেলগুলো ৩ লাখ ৩৪ হাজার রুপির মধ্যে পাওয়া যাচ্ছে।[ads2]
[ads2]খবরে আরও বলা হয়, এর আগে গো ও গো প্লাস নামে দুটি মডেল ভারতীয় বাজারে ছাড়ে ডাতসান। তবে সেগুলো আলোর মুখ দেখেনি। তা সত্ত্বেও একই বাজারে ছোট আকারের রেডি গো ছাড়ল ডাতসান।
প্রতিষ্ঠানটির ভাষ্য, ভারতে দিন দিন কম দামের গাড়ির চাহিদা বাড়ছে। ক্রমবর্ধমান এ ভারতীয় বাজার ধরতে এবং ব্যবসা সম্প্রসারণের অংশ সেই পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বাহারি রঙে গাড়িগুলো বাজারে পাওয়া যাচ্ছে। এগুলোতে বেশকিছু নতুনত্ব আনা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- প্রতি লিটারে এগুলো চলবে ২৫ কিলোমিটার।[ads2]