বিএনপির সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হুমায়ূন কবীর বাংলাদেশে ক্রমবর্ধমান সহিংসতা কেন্দ্র করে অস্থিতিশীল অবস্থায় সরকারের অবস্থান, সজিব ওয়াজেদ জয় এর ব্যাখ্যা, স্বরাষ্ট্রমন্ত্রীর ভিন্ন ভিন্ন ব্যাখ্যাকে কনফিউজিং হিসেবে আখ্যায়িত করেছেন।
বিবিসি রেডিও’র সাথে এক সাক্ষাতকারে তারেক রহমানের এই উপদেষ্ঠা এমন বক্তব্য রেখেছেন। বিবিসি রেডিও প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার সরকার সহিংস ঘটনা ঘটলেই বিরোধী দলের উপর চাপিয়ে দেন- যা কনফিউজিং। সরকার ইসরাইলের সাথে বিএনপির সম্পর্ক এবং মাস্টার মাইন্ড হিসেবে ইসরাইলকে জড়ানো- টোটালি কনফিউজিং।
সরকারের সমালোচনা করছেন এবং বিগত নির্বাচনে কেন বয়কট করলেন- এমন প্রশ্নের জবাবে হূমায়ূন কবীর বলেন, শেখ হাসিনার সরকারের অধীনে ফ্রি ফেয়ার ইলেকশন সম্ভব নয়, যেহেতু সকল প্রতিষ্ঠান রাজনীতিকীকরণ করা হয়েছে। পার্লামেন্টের ১৫৪ আসন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনেও সরকারের গণ-হস্তক্ষেপ প্রমাণিত। এ সরকার গণতান্ত্রিক নয়, নির্বাচিত নয় বরং সিলেকশনের মাধ্যমে এসেছে।