[ads1]ঢাকা : কিছুদিন আগেই আলিশা খান অভিনীত ‘মাই হাসবেন্ডস ওয়াইফ’ নামে একটি ছবি মুক্তি পেয়েছে। আর ইমরান হাশমির সঙ্গে অভিনীত ‘আয়না’ মুক্তি পাবে আগস্টে। সেই সিনেমায় তিনি নাকি সাহসিনী হয়ে অবতীর্ণ হয়েছেন। কিন্তু আপাতত বলিউডের এ অভিনেত্রীর দিন কাটছে রাস্তায়‚ খোলা আকাশের নিচে।
গাজিয়াবাদের মেয়ে আলিশা মূলত মডেলিং করতেন। সেখান থেকেই হিন্দি সিনেমায়। অভিনয় করেছেন বেশ কিছু বলিউডি ছবিতে। সম্প্রতি তিনি অভিযোগ করেছেন‚ তার প্রাক্তন প্রেমিক তাকে ব্ল্যকামেল করছেন।
তার অভিযোগ‚ প্রাক্তন বয়ফ্রেন্ড তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও নাকি ইউটিউবে আপলোড করে দিয়েছেন। শুধু তাই নয়, তাদের দুজনের কিছু ঘনিষ্ঠ ছবিও ইন্টারনেটে দেয়ার হুমকি দিয়েছেন। আলিশার কাছে দাবি করেছেন ৫০ লাখ টাকা। না পেলে নাকি ছবিগুলো তিনি দিয়ে দেবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। [ads2]
তবে সাবেক এ প্রেমিকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে উল্টো বিপদে পড়েছেন আলিশা নিজেই। অভিযোগ দায়ের করার পরে তার মা আর ভাই তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। কারণ এই ধরনের বিতর্কে জড়িয়ে পড়ায় পরিবার তার সঙ্গে সম্পর্কই রাখতে চায় না।
ফলে আলিশা এখন আশ্রয়হীন। রাত কাটাতে হচ্ছে কখনও মন্দিরে‚ কখনও বন্ধুর বাড়িতে। প্রতিকার চেয়ে আলিশা ঘুরে বেড়াচ্ছেন দিল্লির রাজপথে।
গ্রেটার কৈলাসে দেখা যাচ্ছে তাকে। প্ল্যাকার্ডে লেখা সমস্যার বিবরণ। তার প্রতি অবিচারের সুরাহা চান এই মডেল অভিনেত্রী।[ads1]