[ads1]আনকোরা দল নিয়েও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত। প্রথম টি২০তে অবশ্য লড়াই করে মাত্র ২ রানে হেরে গেছে তারা। এই হারের সঙ্গে আরেকটি দুঃসংবাদ যোগ হলো টিম ইন্ডিয়া শিবিরে।
জিম্বাবুয়েতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভারতীয় ক্রিকেটার। বিষয়টি নিশ্চিত করেছেন জিম্বাবুয়ের হারারে সহকারী পুলিশ কমিশনার চ্যারিটি চারাম্বা। তবে এখনো ওই ভারতীয় ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি।
রোববার নিউ জিম্বাবুয়েতে প্রকাশিত রিপোর্টে চারাম্বার উদ্ধৃতি দেয়া হয়েছে। তিনি বলেন, ‘জিম্বাবুয়ের এক মহিলাকে ধর্ষণের অভিযোগ রয়েছে একজন ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। আদালতে মামলাটি পাঠানো হয়েছে। এখন আমরা ফলের অপেক্ষায় রয়েছি। আমরা নিশ্চিত হতে পেরেছি যে শনিবারই আদালতে এই অভিযোগ করা হয়েছে।’[ads2]
একটি সূত্র জানিয়েছে, ‘ধর্ষণের শিকার হওয়া ওই জিম্বাবুইয়ান মহিলা জানিয়েছেন, হারারের মেইকেলস হোটেলে মাদক নিয়ে ঘোরাঘুরি করছিলেন তিনি। তাকে একটি কামরায় নিয়ে যাওয়া হয়। কেন নিয়ে যাওয়া হয়, সে ব্যাপারে তাকে জানানো হয়নি। জ্ঞান ফেরার পর রক্তাক্ত অন্তর্বাস নিয়ে ভারতীয় দলের একজনের রুম থেকে তাকে উদ্ধার করা হয় তাকে।’
সূত্র আরো জানিয়েছে, ‘হোটেলে তাৎক্ষণিকভারে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন ভারতের উর্ধ্বতন কর্মকর্তারা। তারা মহিলার সঙ্গে কথা বলেছেন। শহরের আইনজীবীদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করছেন ভারতীয় কর্তারা।’[ads2]