[ads1]সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বাগী ছবি দিয়ে আলোচনায় তুঙ্গে আছেন জ্যাকিশ্রফপুত্র টাইগার শ্রফ। আর কন্যা কৃষ্ণাতো আলোচনায় থাকেনই। কদিন ধরে ভাটা পড়েছিল। সোশ্যাল সাইটে বোল্ড ছবি পোস্ট করে ফের আলোচনায় এসেছেন শ্রফ তনয়া।
তাহলে কি সংবাদে ফিরতেই নিজের বোল্ড ছবি স্যোশাল সাইটে পোস্ট করেছেন জ্যাকি শ্রফ তনয়া? প্রশ্ন তুলছেন অনেকেই। বলি পাড়ার ধারণা, বলিউডে পা রাখতেই এমন খবরে আসছেন কৃষ্ণা। কেননা পরিবারের মধ্যে বাকী রয়েছেন শুধু কৃষ্ণা শ্রফই। তিনি কবে বলিউডে পা রাখবেন সেটাই এখন আলোচনার বিষয়। যদিও কৃষ্ণা সরাসরিই জানিয়েছেন, ক্যামেরার সামনে দাঁড়ানোর কোনো ইচ্ছে আপাতত তার নেই।
কোউ কেউ বলছেন, এসব মুখে বললেও আসলে নিজের বোল্ড ছবি দিয়ে প্রযোজকদের নজরে আসতে চাইছেন কৃষ্ণা। যদিও এব্যাপারে তিনি জানিয়েছেন, তিনি সিনেমার নয়, খেলাধুলার জগতের লোক। তাই নিয়েই আছি। তবে ঘটনা যাই হোক, বলিউডে এলে কৃষ্ণা অনেককে লড়াই দিতে পারবেন তাতে সন্দেহ নেই।[ads2]