[ads1]দক্ষিণ আফ্রিকার পাকিস্তানি বংশোদ্ভূত স্পিনার ইমরান তাহির সম্প্রতি ওডিআইতে ১০০ উইকেটের মাইলফলক অতিক্রম করেছেন। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে ৪৫ রান দিয়ে ৭ উইকেট নেয়ার সময় তিনি এই কৃতিত্ব স্থাপন করেন।
সেটা ছিল ইমরান তাহিরের ৫৮তম ম্যাচ। তার আগে তার দলের মর্ন মরকেল ৫৯তম ম্যাচে ওই কৃতিত্ব স্থাপন করেছিলেন।
তাহিরই কি ওডিআইতে দ্রুততম শত উইকেটের মালিক? না। তার আগে আরো তিনজন রয়েছেন। অস্ট্রেলিয়ার ব্রেট লি নিয়েছেন ৫৫ খেলায়, নিউজিল্যান্ডের শেন বন্ড ৫৪ ম্যাচে।
তবে তাদের সবার ওপরে আছেন পাকিস্তানের সাকলায়েন মুশতাক। তিনি তার শততম ওডিআই উইকেট নিয়েছেন ৫৩তম ম্যাচে।
দিনের হিসাবেও সাকলায়েন সবার শীর্ষে আছেন। তিনি ৫৯২ দিনে সেটা নিয়েছেন। ভারতের ইরফান পাঠান নিয়েছেন ৮৩২ দিনে। তাহির এই মাইলফলকে পৌঁছাতে পেরেছেন ৫ বছরে।[ads2]
Prev Post