তিন লাখ ৮৬ হাজার শিশুকে ভিটামিন খাওয়াবে ডিএসসিসি

0

vitamin[ads1]তিন লাখ ৮৬ হাজার শিশুকে ভিটামিন খাওয়াবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৫১ হাজার ৫৬৯টি শিশুকে ভিটামিন ক্যাপসুল (এক লাখ আইইউ) এবং ১২-৫৯ মাস বয়সী তিন লাখ ৩৪ হাজার ৫৭০
শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল (দুই লাখ আইইউ) খাওয়ানো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ১৬ জুলাই জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডে এ ভিটামিন খাওয়ানো হবে বলে সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জে. ডা. মো: সাইদুর রহমান জানিয়েছেন। তিনি বলেন, ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এক হাজার ৪৮৭টি কেন্দ্রের মাধ্যমে চার হাজার ৪৬১ স্বেচ্ছাসেবক ও ২৮৬ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে এ কর্মসূচি পালন করা হবে।[ads2]

আজ নগর ভবনে এ উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় অ্যাডভোকেসি ও সাংবাদিক ওরিয়েন্টেশন সভায় সভাপতির বক্তব্যে তিনি এ তথ্য জানান। এতে প্রধান অতিথি ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল। সভায় ওয়ার্ড কাউন্সিলর, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের প্রতিনিধি, পরিচালক (স্বাস্থ্য) ঢাকা বিভিাগের প্রতিনিধি, সিভিল সার্জন ঢাকার প্রতিনিধি, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, এনজিও প্রতিনিধিবৃন্দ, গালর্স গাইড, রোভার স্কাউট, রোটারি ক্লাবের প্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, ইউনিসেফের প্রতিনিধি, এসএমও, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, সরবরাহকৃত ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র অনুমোদিত ল্যাবরেটরিতে পরীক্ষিত এবং শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ। তাই জনগণকে গুজবে কান না দিয়ে নিজ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে নির্দিষ্ট কেন্দ্রে নিয়ে যাওয়ার আহবান জানান তিনি।[ads1]

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More