[ads1]তারকাদের সন্তান সন্তুতি নাকি তারচেয়েও আরো বড় তারকা। অবশ্য এ কথাটির বাস্তব ভিত্তিও আছে। অমিতাভ বচ্চনের নাতনি কিংবা শাহরুখপুত্র আরিয়ান প্রায়শই চলে আসেন খবরের শিরোনামে! অথচ সেই তুলনায় একেবারেই নীরব বলিউডের অন্যতম গ্ল্যামারাস অভিনেত্রী কাজল ও সুপারস্টার অভিনেতা অজয় দেবগনের মেয়ে নাইসা! তারকা দম্পতির ঘরে জন্ম হয়েও অন্যান্য তারকার ছেলে-মেয়ের মত আমুদে নয় সে!
অমিতাভ বচ্চনের নাতনি নব্য নাভেলি, শাহরুখ খানের ছেলে আরিয়ান খান কিংবা সাইফ আলীর মেয়ে সারা খান এখন তারকাদের মতোই আলোচিত। তাদের নিয়ে নানা ধরনের গুঞ্জন আকাশে বাতাসে ঘুরে বেড়ায়। অথচ প্রায় কাছাকাছি বয়সের হয়েও কখনো নামই শোনা যায়নি অভিনেত্রী কাজলের মেয়ে নাইসার কথা। আসলে মেয়ে নাইসা নাকি ঠিক মায়ের শ্বান্তস্বভাবের! [ads2]
এমনকি নব্য নাভেলি যখন সোশাল সাইটে বারংবার বিকিনি ছবি পোস্ট করে চারদিকে আলোচিত সেসময় কাজলকন্যা নাইসার নাকি টুইটে একাইন্টই নেই! সোশাল সাইটে তার বাবা-মায়ের মাধ্যমেই নাকি তার যোগাযোগ। তবে সে খবর সত্য হোক বা মিথ্যে, বরং সম্প্রতি মা কাজল মেয়েকে নিয়ে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। যা রীতিমত ভাইরাল হওয়ার যোগার।
আজ কাল পরশু যেদিনই হোক এটা নিশ্চিত যে, শাহরুখপুত্র এবং সাইফ আলীর কন্যা আসতে চলেছেন বলিউডে। সে কথাও পারিবারিকভাবে পাকাপোক্ত। এমন কথা শুনেই কী তাহলে কাজলেরও খান খাড়া হয়েছে। তা না হলে এতদিন সোশাল সাইট থেকে মেয়েকে দূরে রাখলেও কেন তিনি এমন ছবি পোস্ট দিলেন? প্রশ্ন উঠছে তাহলে কী কাজলও চাইছেন যে আলোচনায় আসুক তার নীরব মেয়েটিও? যদিও এসবই গুজবে খবর! [ads1]