আইএসের বিরুদ্ধে যুদ্ধ করবেন বলে ঘোষণা দিয়েছেন ‘ইরানের হাল্ক’ খ্যাত ব্যায়ামবীর সাজাদ গারিবি। সিরিয়ার বাশার আল আসাদের পক্ষে যুদ্ধ করতে আগ্রহী এই ইরানি তারকা। এরই মধ্যে লক্ষ্য বাস্তবায়নে সামরিক প্রশিক্ষণ নেওয়ার কথাও ভাবছেন পেশাদার এই ভার উত্তোলক। [ads1]
সাজাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতি সপ্তাহেই একটি ভিডিও প্রকাশের মাধ্যমে এ ঘোষণা দেন। তিনি বলেন, ইসলামিক স্টেট জঙ্গিদের বিনাশে মরণপণ যুদ্ধ করতে দৃঢ়প্রতিজ্ঞ। দেশের বিপ্লবী গার্ড প্রধান মেজর জেনারেল কাসেম সুলাইমানের অনুমোদনের অপেক্ষায় এখন দিন গুনছেন সাজাদ।
সাজাদ গারিবির শরীর এত বিশাল এবং পেশি এতই তেজি ও সুগঠিত যে, যুক্তরাষ্ট্রের অত্যন্ত জনপ্রিয় কমিক গল্পের বীর নায়কের নামে তাকেও ‘ইরানের হাল্ক’ খেতাব দিয়েছে দেশবাসী। নিজের ভার উত্তোলনের বিভিন্ন ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করতে শুরু করার পর সাজাদ অনলাইনেও ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন।[ads2]
২৪ বছর বয়সী বিশাল শরীরের অধিকারী এই ব্যক্তিকে তার ভক্তরা ‘পারস্যের হারকিউলিস’ নামেও ডাকে। সিরিয়ায় আইএস জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা দিয়ে নতুন করে সবার মধ্যে আলোচিত হচ্ছেন তিনি। তেহরান সিরিয়ার আসাদ সরকারের পক্ষে প্রক্সি যুদ্ধ করে আসছে।
ইন্ডিপেন্ডেন্ট[ads1]
ভিডিওঃ HULK