হ্যাপিকে বদলে দিয়েছেন জাকির নায়েক

0

Zakir Nayek And Actress Happy[ads1]ঢাকা: ‘জঙ্গিবাদে উৎসাহ যোগানোর’ অভিযোগে ভারত ভিত্তিক টিভি চ্যানেল পিস টিভির সম্প্রচার করেছে সরকার। বিষয়টি নিয়ে অন্তর্জাল দুনিয়ায় চলছে আলোচনার ঝড়। পিস টিভি ইস্যুতে এবার মুখ খুললেন আলোচিত আলোচিত মডেল নাজনীন আক্তার হ্যাপী। তিনি অভিনয় ছেড়ে বেশ আগেই ধর্মে কর্মে নিজেকে মনোনিবেশ করেছেন। ধর্মে আগ্রহী হওয়ার পেছনে পিস টিভিরও নাকি বেশ ভূমিকা আছে। [ads1]

ফেসবুকে জানিয়েছেন, ‘এই পিস টিভির উসিলায় আমি এবং আমার মত অনেক মানুষের জন্য দ্বীনের পথে চলার শুরুর ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে, আলহামদুলিল্লাহ! নতুন প্রাক্টিসিংরা প্রথমে কিছুই বুঝে ওঠেনা এর জন্য বিশেষ করে প্রাথমিক অবস্থায় পিস টিভি ও ড.জাকির নায়েক আল্লাহর এক বিশেষ নিয়ামত।’

তিনি আরও জানিয়েছেন, আমি প্রথম অবস্থায় সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিলাম এই পিস টিভির ড.জাকির নায়েক ও এই পিস টিভিতে কয়েকজন বড় আলেমের আলোচনা দেখে! আল্লাহ যদি কোনো বান্দাকে পছন্দ না করেন তাহলে তাকে দিয়ে কখনোই দ্বীনের কাজ করাবেন না। ড.জাকির নায়েক নিঃসন্দেহে একজন ভাল দ্বীনের দ্বাঈ। ড.জাকির নায়েকের দাওয়াতের উসিলায় কত মানুষ ইসলাম গ্রহন করেছে হিসাব নেই!’[ads1]

Happy Facebook[ads2]উল্লেখ্য, বছরখানেক আগে একটি কাওমী মাদ্রাসায় ভর্তি হয়েছেন এ সাবেক মডেল ও অভিনেত্রী। তারপর থেকেই নিজেকে আমূল পাল্টে ফেলেন। রঙিন দুনিয়া থেকে ক্রমান্বয়ে নিজেকে গুটিয়ে নেন।  সিনেমার আইটেম গানে নাচার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন। এমনকি নিজের কোন ছবিও  ফেসবুকে পোস্ট করেন না।  নিজের নামও বদলে ফেলেছেন। তার নতুন নাম ‘আমাতুল্লাহ’।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More