১১ যুগ্মসচিব ও এক উপসচিবকে বদলি

0

যুগ্মসচিব পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এছাড়া পৃথক আরেক প্রজ্ঞাপনে উপসচিব পদমর্যাদার এক কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

যুগ্মসচিব পদমর্যাদার মোহাম্মদ আবদুল কাদের শেখকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে, রওনক জাহানকে অর্থ বিভাগে, মো. রবিউল আলমকে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

পৃথক আরেক প্রজ্ঞাপনে যুগ্মসচিব মো. শফিকুর রহমানকে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (বোর্ড প্রশাসন), নেছার আহমদকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনে, মো. সবুর হোসেনকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক, ড. আব্দুল আলীম খানকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে, শারমিন জাহানকে বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক, প্রনব কুমার সাহাকে ডিজিটাল সংযোগ স্থাপন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক, মো. ফজলুল হককে বাংলাদেশ মৎস উন্নয়ন কর্পোরেশনের পরিচালক করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৫ ডিসেম্বর প্রজ্ঞাপনমূলে জননিরাপত্তা বিভাগে সংযুক্ত যুগ্মসচিব মো. ফিরোজ উদ্দিন খলিফাকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক হিসেবে বদলি আদেশ বাতিল করা হলো।

এদিকে আরেক প্রজ্ঞাপনে ময়মনসিংহ জাতীয় প্রাথমিক শিক্ষা একামেডির পরিচালক (যুগ্মসচিব) ফরিদ আহমেদকে ময়মনসিংহ স্থানীয় সরকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া উপসচিব পদমর্যাদার কর্মকর্তা জিয়া আহমেদ সুমনকে বদলি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপা) পরিচালক করা হয়েছে।

ঢাকাটাইমস

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More