এবার চীনে চার হাত ও চার পা সহ এক শিশু জন্ম নিয়েছে। গত ২ এপ্রিল চীনের গুয়াংডং প্রদেশে অদ্ভূত এই ছেলে শিশুটির জন্ম দেন এক মা। যদিও গত শুক্রবার অস্ত্রোপচার করে শিশুটির বাড়তি দুই হাত-পা বাদ দেন চিকিৎসকরা।
গুয়াংঝোউ নারী ও শিশু বিষয়ক মেডিকেল সেন্টারের প্রধান শল্য চিকিৎসক ইউ জিয়াকাংঙ বলেন, ‘পেট থেকে আরেকটি মাথাবিহীন শরীরসহ শিশুটি জন্ম নেয়। শিশুটির পেট থেকে আমরা বাড়তি ওই হাত-পা কেটে বাদ দিয়েছি। বর্তমানে বাচ্চাটি সুস্থ্য আছে।
জানা যায়, শিশুটির জন্মের আগে তার মা একাধিকবার বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। কিন্তু তখন কোনো চিকিৎসকই বিষয়টি ধরতে পারেননি। তাই শিশুটির জন্মের পর তার অবস্থা দেখে বিস্মিত হন তারা।
মিস্টার চ্যান নামে শিশুটির বাবা অবশ্য সন্তানের এমন বিকৃতির জন্য নিজেকেই দায়ি করেছেন।
তিনি বলেন, ‘আমার সন্তান এমন খুঁত নিয়ে জন্মানোর সব দায় আমার। কারণ আমি গর্ভবতী অবস্থায় আমার স্ত্রীকে ভালো খাবার ও চিকিৎসা দিতে পারিনি। আমি শুধু টাকার পেছনে ছুটেছি।”